আমি জনবিচ্ছিন্ন কেউ না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৯

নারায়য়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘সরকারদলীয় প্রার্থী হিসেবে আমি কখনই বাড়তি সুবিধা পাইনি। বাড়তি সুবিধা নিতে আমি পছন্দ করি না। জনশ্রোত যেহেতু আমার সঙ্গে আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাবো। আমিতো জনবিচ্ছিন্ন কেউ না।’

বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ এলাকায় নির্বাচনী প্রচারে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইভী।

নৌকার আলোচিত এই প্রার্থী বলেন, ‘প্রশাসন কখনই আমার হাতের মুঠোয় ছিল না। আমি প্রশাসনকে হাতের মুঠোয় নেয়ার চেষ্টাও করিনি। আমি সবসময় মানুষের দোরগোড়ায় গিয়েছি। আমি আমার জনগণকে কাছে রাখার চেষ্টা করেছি। নট প্রশাসন।’

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আইভী বলেন, ‘আমি জানি না, কাকে কোথায় ধরা হয়েছে। আমি একজনেরটা জানি, যিনি বিএনপি নেতা ছিলেন। তার নামে নাকি হেফাজতের মামলা ছিল। আর কাকে ধরেছে, কী হচ্ছে সেটা আমি জানি না। এটা আমার জানার ব্যপারও না। এটা প্রশাসন দেখবে।’

আইভী বলেন, ‘শহরে যদি বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, সেটা দেখভাল করবে প্রশাসন। আমি সারাদিন ব্যস্ত আমার প্রচারণা নিয়ে। আমি কোনো সহিংসতার সঙ্গে জড়িত না। কাউকে কোনো দিন বলিও নাই যে, এটা ধরেন বা ওইটা করেন।’

প্রশাসন সতর্ক এবং সচেতন রয়েছে বলে দাবি করে আইভী বলেন, ‘আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি অবনতির দিকে যায়, তাহলেতো প্রশাসন আছে। নিশ্চই তারা দেখবে। আমার জনগণের কাছে যেতে হবে, জনতার ভোটই চাইতে হবে। যদি কোনো সমস্যা হয়, সেটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। এখানে যৌথভাবে প্রশাসন কাজ করছে। এটা দেখার দায়িত্ব তাদের। প্রত্যেক ইলেকশনের আগে একটু সমস্যা হতেই পারে। এজন্য আমি মনে করি, প্রশাসন অনেক সচেতন এবং তারা এগুলো দেখভাল করবে।’

কখনও মিথ্যার আশ্রয় নেন না দাবি করে আইভী বলেন, ‘আমি আমার সততা দিয়ে ঈমানের সহিত দলের কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি। দলমতের উর্ধ্বে উঠে এই নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। নতুন ভোটাররা এগুলো পছন্দ করেন। কারণ আমি পরিস্কার ও স্বচ্ছভাবে কথা বলি। কখনও মিথ্যার আশ্রয় নেই না।’

সুষ্ঠু নির্বাচন কামনা করে আইভী বলেন, ‘আমি চাই ভোট কেন্দ্র যেন পরিস্কার থাকে। কোনো সন্ত্রাসী যেন সেখানে ঝামেলা করতে না পারে। আমার ভোটাররা যেন ঠিকমত ভোট দিতে পারে। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। নৌকার জোয়ার উঠেছে। মানুষ নৌকাকেই ভোট দিবে। মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কাকে তারা ভোট দেবে।’

আইভী বলেন, ‘আমি আমার ভোটারদের বলবো উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে যাবেন। নারায়ণগঞ্জে এর আগেও তিনটি নির্বাচন হয়েছে। একটি পৌরসভা এবং দুটি সিটি নির্বাচন। সেখানেও টানটান উত্তেজনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবাই ভোট দিতে গেছে। পরিবেশ খুবই সুন্দর ছিল। আমার আনুরোধ থাকবে আগামী নির্বাচনেও যেন পরিবেশ আগের মতো সুন্দর থাকে। মানুষ যেন ভোট দিতে পারে।’

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :