বাসের সব আসনে যাত্রী বহন, বললেন এনায়েত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৪ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:৩২

করোনার বিস্তার ঠেকাতে গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলবে সরকারি প্রজ্ঞাপনে বলা হলেও পরিবহন মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্লাহ বললেন বাসের সব আসনে যাত্রী থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দাবি করেছেন, বাসের সব আসনে যাত্রী বহনের বিষয়ে বিআরটিএ তাকে মৌখিকভাবে বলেছে।

তিনি বলেন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহন সংকট দেখা দেয়। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মানা ও শ্রমিকদের কোভিড-১৯ এর টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

এছাড়া বাসে কোনোভাবেই দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই পরিবহন নেতা।

করোনা সংক্রমণ রোধে ১১টি বিধি-নিষেধ দিয়ে গত ১০ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানানো হয় ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ কার্যকর হবে। তবে পরিবহনের বিধিনিষেধ ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :