বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২২, ১০:২৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২, ১১:৩৬

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষের পর মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানজটে আটকে থাকা গাড়িগুলোর যাত্রীরা।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ছুটির দিনের কারণে ভোর থেকেই পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পরিবহনের চাপ ছিল। সকালের দিকে সেতুর ২৬ নং পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। এর ফলে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হলেও টোল আদায়ের কারণে যানজট লম্বা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, সেতুর ওপর থেকে দুর্ঘটনাকবলিত লাশবাহী গাড়িটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/এমআর