অস্ট্রেলিয়ায় ফের জোকোভিচের ভিসা বাতিল

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২২, ১৬:৪২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বছরের প্রথম মেজর টেনিস টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন নোভাক জোকোভিচ। তবে ঝামেলা এড়িয়ে পেয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভিসা। কিন্তু অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক তার ভিসা দ্বিতীয় দফায় বাতিল করেছেন। বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি মাসের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় প্রবেশের পর জোকোভিচের কাছে কোভিড টিকা সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। পরে ভিসাও বাতিল করে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সে সময় জোকোভিচের ভাষ্য ছিল ঠিক এরকম, তার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তবে দেশটির সরকার সেটি কানে নেয়নি। পরে জোকোভিচের আইনজীবীরা আদালতে এর বিরুদ্ধে মামলা করলে গত সোমবার অস্ট্রেলিয়ার আদালত জকোভিচের ভিসা ও অন্যান্য কাগজপত্র ফিরিয়ে দিতে বলেন।

কিন্তু অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের সিদ্ধান্তের ফলে জোকোভিচকে এখন অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হবে। অবশ্য ৩৪ বছর বয়সী এই সার্বিয়ান ক্রীড়াবিদ অস্ট্রেলিয়ায় অবস্থানের অনুমতির জন্য আবারও আদালতে যাওয়ার সুযোগ পাবেন। সোমবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে বলেন, ‘জনস্বার্থ’ বিবেচনা করে তিনি তার নির্বাহী ক্ষমতার প্রয়োগ করেছেন।  

বিবিসি লিখেছে, জোকোভিচকে ফেরত পাঠানো হলে আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার দুয়ার তার জন্য বন্ধ হয়ে যেতে পারে। অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও সুযোগ আছে।

জোকোভিচ কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তিনি তার ভিসা বাতিলের বিরুদ্ধে আবারও আপিল করার ক্ষমতা রাখেন।

ধারণা করা হচ্ছে, জোকোভিচ আপিল করবেন। গতকাল সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে তার ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, অভিবাসন মন্ত্রী হক কোনো বিরূপ সিদ্ধান্ত নিলে সার্বিয়ান আইনী দল আদালতে যাবে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এমএম)