আইভী উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি নয়: নানক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৩৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ‘নৌকার প্রার্থী আইভী উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি নয়। আইভী হঠাৎ করে আসা কোন মানুষ নয়। তিনি অগ্নিপরীক্ষায় পরীক্ষিত।’

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে নানক এসব কথা বলেন।

নানক বলেন, ‘নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই আইভী। এই নারায়ণগঞ্জে অশান্তির বিরুদ্ধে শান্তির স্বপক্ষে নির্ভীকভাবে দাঁড়িয়েছে আইভী। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আপনারা ডা. সেলিনা হায়াত আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কেউ কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে জানিয়ে নানক বলেন, ‘আমরা প্রশাসনকে গতকালও বলে এসেছি যে, কোনো বিশৃঙ্খলা এই নারায়ণগঞ্জে হতে পারবে না। এই নির্বাচনকে সামনে রেখে কোনো সন্ত্রাসীদের উঁকি-ঝুঁকি আমরা মানবো না। তাই ১৬ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে নৌকায় ভোট দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন।’

আইভী নির্বাচিত হলে নারায়ণগঞ্জের সব উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর জানিয়ে নানক বলেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। আমরা ওই বোর্ডের সদস্য ছিলাম। আমরা বোর্ডে কথাও বলতে পারি নাই। নেত্রী বোর্ডে বসেই বললেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী নিয়ে কোনো আলোচনা হবে না। আমার প্রার্থী হলো আইভী। মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে আপনাদের কাছে সালাম পৌঁছেছেন এবং বলতে বলেছেন, আইভী যদি মেয়র নির্বাচিত হয়, তাহলে নারায়ণগঞ্জ মহানগরের সব উন্নয়নের দায়িত্ব আমি নিয়ে নিলাম।’

এ সময় নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীসহ স্থানীয় আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :