করোনা সংক্রমণ রোধে উত্তর সিটিতে ১৫টি ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৫১
ফাইল ছবি

করোনা মহামারির সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে করপোরেশন এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে। উত্তর সিটির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। পাশাপাশি সাত নম্বর অঞ্চলে করপোরেশনের নিরীক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ, আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল, নয় নম্বর অঞ্চলে প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ও ১০ নম্বর অঞ্চলে করপোরেশনের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

এছাড়া করপোরেশনের নির্বাহী হাকীম পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলেও জানিয়েছে ডিএনসিসি।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :