নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করতে নৌকা দিয়েছেন প্রধানমন্ত্রী: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০:০০ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এই নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি। নারায়ণগঞ্জের মিউচ্যুয়াল ক্লাবে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। এই নারায়ণগঞ্জ ঐতিহ্যে ও ইতিহাসে সমৃদ্ধ একটি শহর। কিন্তু কালেভদ্রে এই নারায়ণগঞ্জকে কলঙ্কিত করা হয়েছে, দূষিত করা হয়েছে, বিষাক্ত করা হয়েছে। সেই দূষিত, কলঙ্কিত ও বিষাক্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পয়গাম হলো নৌকা আইভীকে দেওয়ার।’

শুক্রবার বিকালে সিটি নির্বাচনে প্রচারের শেষ দিনে নগরী ২ নম্বর গেইট এলাকার পথ সভায় এসব কথা বলেন আইভী।

নৌকা প্রার্থী বলেন, ‘আমি আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট একটা কর্মী। আমি চেষ্টা করেছি এই শহরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য।’

কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, ‘আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। সত্যের পাশে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জের অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের পক্ষে দাঁড়িয়েছেন।’

আইভী বলেন, ‘আমার বাবা এই শহরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি বাবার কাছ থেকেই শিখেছি কীভাবে মানুষকে ভালোবাসতে হয়। আমি বাবার কাছ থেকেই শিখেছি যে, মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান। আমার বাবার কথা শুনে আপনাদের কাছে এসেছি। আপনাদের ডাকে সাড়া দিয়েছি। দীর্ঘ ১৮ বছর আপনাদের কল্যাণে কাজ করেছি।’

সাবেক মেয়র আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, দুঃসময়ে যখন নারায়ণগঞ্জে কোনো আওয়ামী লীগের নেতা ছিল না, পালিয়েছিল সবাই, সেই ২০০৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে সমর্থন দিয়েছেন। আমি নির্বাচিত হয়ে কাজ করেছি মানুষের জন্য।’

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :