গোপালগঞ্জে বঙ্গবন্ধু সিটি পরিষদের কমিটি ঘোষণা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ১৭:০১

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু সিটি’ বিনির্মাণের লক্ষে ‘বঙ্গবন্ধু সিটি পরিষদ’-এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ডা. সিদ্ধেশ্বর মজুমদারকে পরিষদের সভাপতি ও গাজী মোস্তাফিজুর রহমান দিপুকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বক্তারা বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশের কোমল মাটিতেই টুঙ্গিপাড়াতে ঘুমিয়ে আছেন বঙ্গবন্ধু। গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলা ও এর আশপাশের জেলার তিন উপজেলাসহ মোট আট উপজেলা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ঘিরে একটি ‘বঙ্গবন্ধু সিটি’ নামে উন্নত শহর গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। প্রায় এক যুগের বেশি সময় ধরে আমাদের সহযোদ্ধাদের নিয়ে ‘বঙ্গবন্ধু সিটি’ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ এই কমিটির কার্যকাল শুরু হলো। চলবে আগামী পাঁচ বছর।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম)