চুক্তির পর সাকিব বললেন, ট্রফি নিয়ে বরিশালে যাব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২০:৪৪ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ১৯:৫৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই বরিশালের হয়েই জিততে চান শিরোপা। এরপর ট্রফি নিয়ে বরিশালে নাকি ঘুরতেও যাবেন এই টাইগার অলরাউন্ডার। বরিশালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে যাওয়ার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাকিব।

দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি। আজ থেকে দলগুলো নিজেদের প্রস্তুতি শুরুর কথা। আর এরই মধ্যে সবার আগেই ক্রিকেটার এবং কোচদের সঙ্গে চুক্তি করে ফেলল ফরচুন বরিশাল। রাজধানীর নিকুঞ্জতে অবস্থিত ম্যানেজমেন্ট অফিসে স্থানীয় ক্রিকেটার এবং কোচদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বরিশাল ফরচুন। আর সেখানে তিনি বলেন, 'বরিশালে হয়ে খেলতে পারব ভেবে আমি খুবই রোমাঞ্চিত। এটাই আমার প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। আমাদের সবার পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন বরিশালবাসীকে ট্রফিটা দিতে পারি।'

দলের প্রচারণার অংশ হিসেবে বরিশাল যাওয়ার কথা ছিল সাকিব। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। এ বিষয়ে তিনি বলেন, 'করোনা পরিস্থিতি যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে সবার জন্যই এখন ঝুঁকি হয়ে যাচ্ছে। আন্তরিকভাবে দু:খিত, এই পরিস্থিতি না হলে অবশ্যই যাওয়া হতো। যেতে পারলে আমারও ভালো লাগতো। আমি খুব এক্সসাইটেড ছিলাম সবার সাথে দেখা হবে। কিন্ত দূর্ভাগ্যবশত হচ্ছে না। আমি আশা করব দূর থেকে আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমরা ট্রফিটা নিয়ে আপনাদের সাথে দেখা করব।'

ফরচুন বরিশাল দল

দেশি ক্রিকেটার:

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুকুর এবং মুনিম শাহরিয়ার।

বিদেশি ক্রিকেটার:

মুজিব-উর রহমান, ক্রিস গেইল, অ্যালজারি জোসেপ, ডোয়াইন ব্র্যাভো এবং জ্যাক লিটল।

টিম ম্যানেজমেন্ট

প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন।

ব্যাটিং পরামর্শক: নাজমুল আবেদিন ফাহিম।

সহকারী কোচ: ফয়সাল হোসেন ডিকেন্স এবং আশিকুর রহমান মজুমদার।

ফিজিওথেরাপিস্ট: বায়েজেদুল ইসলাম খান।

ট্রেনার: মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার।

পারফরম্যান্স অ্যানালিস্ট: শ্রিরাম সোমায়াজুলা

প্রধান নির্বাহী কর্মকর্তা: সাব্বির খান শাফিন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :