তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ২০:০২
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার বিকালে তিনি করোনা পজিটিভ বলে জানতে পারেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে নিজেই জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় আক্রান্তের বিষয়টি নিজেই ঢাকা টাইমসকে নিশ্চিত করে ডিসি বিপ্লব বলেন, ‘শনিবার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। উপসর্গ হিসেবে একটু ঠান্ডা-কাঁশি ছিল। তবে অন্য কোনো শারীরিক সমস্যা নেই। বর্তমানে বাসায় আছি।’ এসময় তিনি সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।

গত বছরের ১৫ নভেম্বর তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্ব পান বিপ্লব। এর আগে ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রংপুরের পুলিশ সুপার (এসপি) থেকে বিপ্লব কুমার সরকারকে ডিএমপিতে বদলি করা হয়।

জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ২১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৪ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন বিপ্লব কুমার সরকার।

এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :