ধামরাইয়ে ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ২০:১৪

ঢাকার ধামরাইয়ে একটি ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইমান আলী (৬২)।

শনিবার বিকালে ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ড এলাকায় হাতি মার্কা কড়াই কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত ইমানের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলার বাগজান এলাকায়। তিনি ধামরাইয়ের থানা রোডের ‘আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং লিমিটেড (হাতি মার্কা কড়াই কারখানা)’ নামে কারখানাটিতে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকালে একটি সার্কিট বোর্ডে বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে তিনি বৈদ্যুতিক বোর্ডটি খুলে সেটা দেখতে যায়। এ সময় একটা সার্কিট ধরে টান দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হলে কারখানায় কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :