নতুন বছরের ১৫ দিনে ১০০ ডেঙ্গু রোগী

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ২০:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

নতুন বছরের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা পাঁচজন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে তিনজন ঢাকায় এবং ঢাকার বাইরে দুজন। তবে নতুন বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানা গেছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০০ জন।

এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ২৪ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেআর/জেবি)