গত সপ্তাহে ব্লক মার্কেটে আট কোম্পানির বড় লেনদেন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ২১:৫৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে আট কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই আট কোম্পানর মোট লেনদেনের পরিমাণ ১৮০ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা।

এই আট কোম্পানির মধ্যে রয়েছে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, লাফার্জ হোলসিম, পেনিনসুলা, প্যারামাউন্ট টেক্সটাইল, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস এবং আলহাজ্ব টেক্সটাইল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। গেল সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯২ লাখ টাকার।

ফরচুন সুজ লিমিটেড সপ্তাহ জুড়ে ব্লক মার্কেট লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে । কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪২ লাখ ২১ হাজার টাকার।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড সপ্তাহ জুড়ে ব্লক মার্কেট লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। গেল সপ্তাহে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার।

এছাড়াও, সপ্তাহ জুড়ে ব্লক মার্কেট লেনদেনে পেনিনসুলা চিটাগাংয়ের ২১ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ কোটি ৪৬ লাখ ৩ হাজার টাকার, সোনালী পেপারের ১২ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকার এবং আলহাজ্ব টেক্সটাইলের ৫ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার করে শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসকেএস)