ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২২, ০০:১৮
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালের (ঢাবি) ১৮টি হল শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ৩০ জানুয়ারি সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের সমন্বিত 'হল সম্মেলন ২০২১' আগামী ৩০/০১/২০২২ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

গত বুধবার (১৩ জানুয়ারি) বিভিন্ন হলের পদপ্রার্থীরা জানুয়ারির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি না দিলে ধর্মঘট করে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন। এ সময় জানুয়ারির মধ্যে হল কমিটির দেওয়ার আলটিমেটাম দেন তারা।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ২৮ নভেম্বর ২০২১ তারিখে হল সম্মেলনের তারিখ ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘দ্রুততম সময়ের মধ্যে’ হল সম্মেলন আয়োজনের কথা বললেও তাতে ব্যর্থ হন তারা।

২০১৮ সালে এ সম্মেলন হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়হীনতা, কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানীর আকস্মিক বিদায়, ডাকসু ও হল সংসদ নিয়ে ছাত্রলীগের ব্যস্ত থাকা ইত্যাদি কারণে এত দিন তা আটকে ছিল। সর্বশেষ ২০১৬ সালের ডিসেম্বরে হলগুলোতে সম্মেলন করেছিল ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/আরএল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :