আদালতে হার, অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জোকোভিচকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:১৬ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:০৯

কোভিড সংক্রান্ত কাগজপত্র না থাকার কারণে অস্ট্রেলিয়ায় দুই দফায় আটক হন সার্বিয়ান তারকা টেনিসার নোভাক জোকোভিচ। এরপরও অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার জন্য ভিসা চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অস্ট্রেলিয়া ছাড়তে হবে তাকে। ফলে বছরের প্রথম মেজর টুর্নামেন্টে খেলা হচ্ছে না জোকোভিচের।

অস্ট্রেলিয়ান ওপেনে থেকে ছিটকেই গেলেন নোভাক জোকোভিচ। তাকে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হচ্ছে। দেশটিতে থাকার জন্য তিনি আদালতে যে আপিল করেছেন সেটি খারিজ করে দিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। রোববার দুপুরে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট জকোভিচের বিপক্ষে রায় দেয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রায়ে প্রধান বিচারপতি জেমস অলসপ বলেন, ‘আদালতের নির্দেশ দিচ্ছে যে, সংশোধিত আবেদনটি খরচসহ খারিজ করা হল।’

চলতি মাসের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় প্রবেশের পর জোকোভিচের কাছে কোভিড টিকা সংক্রান্ত কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। পরে ভিসাও বাতিল করে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সে সময় জোকোভিচের ভাষ্য ছিল ঠিক এরকম, তার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তবে দেশটির সরকার সেটি কানে নেয়নি। পরে জোকোভিচের আইনজীবীরা আদালতে এর বিরুদ্ধে মামলা করলে গত সোমবার অস্ট্রেলিয়ার আদালত জকোভিচের ভিসা ও অন্যান্য কাগজপত্র ফিরিয়ে দিতে বলেন।

এদিকে জোকোভিচকে ছাড়াই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করার পক্ষে কথা বলছেন অন্যতম সেরা তারকা টেনিসার রাফায়েল নাদাল। স্প্যানিশ এই তারকা টেনিসার বলেন, ‘অবশ্যই যেকোনো নির্দিষ্ট খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ান ওপেন। সে (জোকোভিচ) যদি শেষ পর্যন্ত খেলে, তাহলে তো ভালো।’

নাদাল আরও যোগ করেন, ‘যদি জোকোভিচ শেষ পর্যন্ত না খেলতে পারে, তবু অস্ট্রেলিয়ান ওপেন তার মর্যাদা হারাবে না। জোকোভিচ থাক বা থাক, অস্ট্রেলিয়ান ওপেন একই থাকবে। আমার ভাবনা এটিই।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :