নারায়ণগঞ্জে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ধারণা করা হচ্ছে এই নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।
রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ সংসদীয় আসনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। নির্বাচন কমিশন কন্ট্রোল রুমের মাধ্যমে সব এলাকায় ভোট পর্যবেক্ষণ করেছে। এখন পর্যন্ত এ নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।’
সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর এসেছে তাতে নারায়ণগঞ্জ সিটিতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। টাঙ্গাইল-৭ আসনে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ। এর বাইরে পাঁচ পৌরসভায় ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।’
ভোট কম পড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ এর আগেও ইভিএমের মাধ্যমে ভোট হয়েছিল। সিটি নির্বাচনের আগেও আমরা বিভিন্ন জায়গায় মক ভোটিংয়ের ব্যবস্থা করি। মনে হচ্ছে নারায়ণগঞ্জের মক ভোটিংয়ের সময় নারী ভোটাররা সেভাবে অংশ নেননি। ফলে আজ নির্বাচনের দিন তাদেরকে লাইনে দাঁড়িয়ে ইভিএম সম্পর্কে বুঝাতে সময় লেগেছে প্রিসাইডিং অফিসারের। এতে ভোট নিতে একটু সময় বেশি লেগেছে। অবশ্য লাইনে দাঁড়ানো সবাইকে ভোট দিতে দেওয়া হয়েছে।’
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসএস/জেবি)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দেশকে আরও এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় তাগিদ মন্ত্রী ইয়াফেস ওসমানের

এক লাফে ৪২০০ টাকা বেড়ে স্বর্ণের ভরি সাড়ে ৮২ হাজার

এক মাস পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬

৮০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

৬০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারীদের

পাঁচ দিনের সফরে ঢাকায় ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি

রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর চার প্রস্তাব

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদ ইউরোপীয় ইউনিয়নের
