আগামীকাল বিএসসির লেনদেন চালু

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৩৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল চালু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি মোট জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।

অর্থাৎ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৭২ কোটি ৩ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ৫৬ লাখ টাকা বা প্রায় ৭৪ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০ টাকা ২৮ পয়সা। যা আগের বছর ছিল ৫৬ টাকা ০৩ পয়সা।

আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসকেএস)