রংপুর ফাউন্ড্রি ও এএমসিএলকে (প্রাণ) ডিএসইর সতর্কতা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানি দুটি হলো- রংপুর ফাউন্ড্রি এবং এএমসিএল (প্রাণ) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

তথ্যমতে, কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুটির কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ারদর অস্বাভাবিক হারে বেড়েছে।

এএমসিএলের (প্রাণ): কোম্পানিটির শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ২৬৫ টাকা ৬০ পয়সায়। আর ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৯৫ টাকা ৭০ পয়সায়।

অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩০ টাকা ১০ পয়সা বা ৪৯ শতাংশ বেড়েছে।

রংপুর ফাউন্ড্রি: কোম্পানিটির শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ১৪৫ টাকা ৮০ পয়সায়। আর ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২২৫ টাকা ২০ পয়সায়।

অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ৪০ পয়সা বা ৫৪ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসকেএস)