নিত্যনতুন কৌশলে ফেনসিডিল আনছে চোরাকারবারি চক্র

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২২, ২১:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশল অবলম্বন করে অবৈধভাবে দেশে ফেনসিডিল নিয়ে আসছে একটি চক্র। অবৈধভাবে আসা এসব ফেনসিডিল স্বল্পমূল্যে কিনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রি ও সরবরাহ করছে ওই চক্রটি।

এমন অভিযোগে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-২। এ সময়ে একটি চাল বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৫৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক দুজন হলেন কামরুল শেখ ও ওয়াসিম আকরাম।

র‌্যাব-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর পাঁচটার দিকে র‌্যাব-২ এর দল জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা থেকে একটি চাউল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান আসছে। যা রাজধানী ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছে।

এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল শনিবার ভোর পাঁচটার দিকে দারুস সালাম এলাকার রাস্তার উপরে একটি তল্লাশি চৌকি বসায়। পরে ভোর পৌনে ছয়টার দিকে চাল বোঝাই করা একটি ট্রাক সেখানে পৌঁছালে গাড়িটি থামার জন্য সংকেত দেয়। তখন গাড়ি নিয়ে কৌশলে পালানোর সময়ে কামরুল শেখ এবং ওয়াসিম আকরাম নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গাড়িতে ফেনসিডিল রয়েছে বলে তারা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য মতে, তল্লাশি করে ট্রাকের কেবিনে তিনটি নীল রঙের জারিকেনের মধ্যে অভিনব পন্থায় লুকানো ৫৮২ বোতল ফেনসিডিল, যার দাম আট লাখ ৭৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদের মধ্যে মো. ওয়াসিম আকরামের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মাদক মামলা রয়েছে।       

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এএ/জেবি)