পুলিশের সোর্সকে হত্যা, অভিযুক্ত গ্লাস সুমন গ্রেপ্তার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২২, ১১:৩৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২, ১২:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকার কেরানীগঞ্জে সায়মন নামের এক যুবককে হাত ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় সুমন ওরফে গ্লাস সুমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা সাইমনকে মোবাইলে বাড়ি থেকে ডেকে এনে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন সেন্টারের পাশে হাত-পায়ের রগ কেটে মুক্তিরবাগ বালুর মাঠে ফেলে যায়। স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের অভিযানে সুমন ওরফে গ্লাস সুমনকে গ্রেপ্তার হয়। এ ব্যাপারে বিস্তারিত দুপুরে সংবাদ ব্রিফিং করে জানানো হবে।

এর আগে নিহতের স্বজনরা জানান, সাইমন ডিবি ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। সাইমন শরীয়তপুরের গোসাইরহাটের মৃত শাহ আলম মোল্লার ছেলে।

সাইমনের স্ত্রী মাহি আক্তার বলেন, হারুন নামের একজন ফোন করে আমাকে জানায় সন্ত্রাসীরা সাইমনকে হত্যা করে বালুর মাঠে লাশ ফেলে রেখেছে। বালুর মাঠে গিয়ে জানতে পারি স্থানীয় লোকজন সাইমনকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে গিয়ে দেখি স্বামীর নিথর দেহ পড়ে আছে। এখন আমি আমার একমাত্র ছেলে সন্তান নিয়ে কোথায় দাঁড়াব। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএস/কেএম)