স্পট মার্কেটে পদ্মা অয়েল

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২২, ১৩:৪২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে । রেকর্ড ডেটের কারণে আগামী ২০ জানুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ঢাকা স্টক ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

এদিকে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা। আগের বছর যা ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

এছাড়া ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সায়।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/কেআর/এসকেএস)