রাজশাহীতে সাইবার ক্রাইম ইউনিটের ভবন উদ্বোধন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৩:৫৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মহানগরীর সিএন্ডবি মোড়স্থ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত সদর দপ্তর প্রাঙ্গণে ফলক উম্মোচন ও ফিতা কেটে এই ইউনিটের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

উদ্বোধন শেষে তিনি সাইবার ক্রাইম ইউনিট অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

আরএমপির কমিশনার বলেন, ‘প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে গ্রেপ্তার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট ১৪০৫ টি অভিযোগের মধ্যে ১৩৩৫ টি অভিযোগ নিষ্পত্তি করেছে। সেই সঙ্গে নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করা, ফেসবুক একাউন্ট হ্যাক করা, বিভিন্ন ভূয়া ম্যাসেঞ্জারের মাধ্যমে পর্ণো ছবি ও ভিডিও পাঠানোর মত প্রায় ৩৬০ টিরও অধিক অভিযোগ নিষ্পত্তি করেছে। এভাবেই রাজশাহী মহানগরবাসীর জন প্রত্যাশা পূরণ তথা জনসন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিটি।’

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :