কাজী জাফরউল্লাহ কোথায়? কেন আওয়ামী লীগ প্রতিনিধি দলে নাম নেই তাঁর?

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২২, ১৪:১১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কাজী জাফরুউল্লাহকে বলা হয় আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক। তিনি দলের প্রেসিডিয়াম সদস্য। দলের মনোনয়ন বোর্ডেরও সদস্য। দলের সভানেত্রীর আস্থাভাজন নেতা হিসেবেও পরিচিত তিনি। কিন্তু বিস্ময়করভাবে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপে নাম নেই কাজী জাফরউল্লাহর।

কারা যাবেন রাষ্ট্রপতির সংলাপে? নাম প্রকাশ হতেই আওয়ামী লীগের বিভিন্ন মহলে কানাঘুষা কি ব্যাপার? কেন নাম নেই কাজী জাফরউল্লাহর! তাহলে কি কোথাও আস্থার ঘাটতি?  না-কি অন্যকিছু?

খোঁজ নিয়ে জানা গেল, বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা করোনায় আক্রান্ত। তিনি ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

কাজী জাফরউল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট পান তিনি। তবে শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। পরবর্তীতে আবার পরীক্ষা এখনো করাননি।

একটি স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এরই অংশ হিসেবে আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সংলাপে অংশ নিতে সোমবার বিকাল চারটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যাবে। যদিও বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল সংলাপকে অর্থহীন আখ্যা দিয়ে এতে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। তবে বিএনপি জোটের একাধিক শরিক দল সংলাপে অংশ নিয়েছেন।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলে যারা থাকবেন তারা হলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/বিইউ/এমআর