টেস্টেও অধিনায়ক হতে যাচ্ছেন রোহিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

বিরাট কোহলির জায়গায় ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন দলীয় ওপেনার রোহিত শর্মা। এবার নাকি টেস্টেরও দায়িত্ব পেতে যাচ্ছেন হিটম্যান নামে খ্যাত এই তারকা ক্রিকেটার। সম্প্রতি খেলাধুলাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্ট থেকে এমন তথ্যই জানা গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে বলেন, ‘রোহিত শর্মা যে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হতে হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। (রোহিত টেস্টেও অধিনায়ক হলে) ওয়ার্কলোড অনেক বেড়ে যাবে। তাই রোহিতের নিজেকে অনেক ফিট এবং সতেজ রাখতে হবে। আমার মনে হয়, নির্বাচকরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলবে। তাকে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

রোহিতের ডেপুটি হিসেবে কাকে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহ-অধিনায়ক হবে ভারতের পরবর্তী নেতারা। এখন লোকেশ রাহুল, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহরা ভবিষ্যতের নেতা। তাদেরকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। এদের মধ্য থেকেই একজনকে সহ-অধিনায়ক বাছাই করতে হবে।’

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর হারান ওয়ানডের অধিনায়কত্ব। আর দুইদিন আগে টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোহলি।

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার টুইটে লিখেছেন, 'সাত বছর ধরে দলকে ঠিক পথে রাখতে আমি পরিশ্রম, কঠোর চেষ্টা ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে এসেছি। আমি কাজটি পরম সততার সঙ্গে করেছি, কিছুই বাকি রাখিনি। একটা সময়ে গিয়ে সবকিছুরই শেষ হয়, আমার জন্য ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।'

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :