এসএস স্টীলের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ১৪:২৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২, ১৪:৩০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টীল লিমিটেড চলতি অর্থছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ কোম্পানিটির বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনশেষে প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৫৮ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৩ পয়সা নেগেটিভ।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসকেএস)