বিপিএলে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন মাহমুদউল্লাহরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:২৫

কদিন পরই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরের। আসন্ন এই টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ ঢাকার নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএল শুরুর আগেই তিনি জানালেন চলতি বছরে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া বিশ্বকাপের ভাবনা। প্রিমিয়ার লিগেই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন টাইগাররা।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথমপর্বে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হারার পর পাপুয়া নিউগিনি এবং ওমানের বিপক্ষে জিতে কোনো মতো সেরা বারোতে জায়গা পায় টাইগররা। তাতেও হয়নি কোনো লাভ। বিশ্বকাপের মূলপর্বের সবগুলো ম্যাচেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদরা।

গত বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেজন্য বিপিএলের প্রস্তুতি সেরে ফেলতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। মিনিস্টার গ্রুপ ঢাকার জার্সি উম্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘প্রায় দুই বছর পর আমরা বিপিএল খেলছি। সবার জন্যই দারুণ সুযোগ। আমাদের কন্ডিশনে ভালো খেলে আমরা অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারব।’

এবারের বিপিএলে অন্যতম শক্তিশালী দল হিসেবেই রয়েছে মিনিস্টার ঢাকা। দলটির অধিনায়কত্বও তুলে দেয়া হয়েছে রিয়াদের হাতে। একই সাথে দলে রয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মত সিনিয়র ক্রিকেটাররা। ফলে সমর্থকদের প্রত্যাশাও কিছুটা বেশি রয়েছে দলটিতে ঘিরে। তবে সমর্থকদের প্রত্যাশাকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ।

বিপিএলে নিজের দল নিয়ে রিয়াদ বলেন, ‘কোনো চাপ নেই, আমার কোনো চাপ নেই। এরকম দল পেয়ে আমি খুশি। আমাদের দলের সবচেয়ে বড় দিক হল এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সাথে ম্যাচ উইনার খেলোয়াড়ও অনেক। দিনশেষে দলগতভাবে ভালো খেলতে হবে।’

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :