ফের পুরোনো চোট, ঢাকার প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:১৮

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে(বিপিএল) সামনে রেখে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে অনুশীলনে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। আর এই অনুশীলনে নেমে সেই পুরোনো চোটে পড়েছেন তিনি। আর তাতেই বিপিএলে ঢাকার প্রথম ম্যাচে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে।

তবে একদমই যে খেলতে পারবেন না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা প্রথম খেলার ক্ষেত্রে এখনও ৫০ ভাগ সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন শুরু করার আগে মাশরাফি নিজেই জানিয়েছিলেন তিনি পিঠের চোটে ভুগছেন। চোট সারলে অনুশীলনে ফিরতে চেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বিগত কয়েকদিন ধরে আপন মনেই অনুশীলন করে যাচ্ছিলেন তিনি। ঝামেলা তৈলি হয়েছে আজ (মঙ্গলবার)।

এদিন সকাল সাড়ে ১০টায় অনুশীলন ছিল ঢাকার ক্রিকেটারদের। হালকা গা গরম করে বোলিং মার্কের দিকে ছুটে গেলেও তিনবার বল না ছুড়েই ফিরে এসেছেন। এরপর আর অনুশীলনে দেখা যায়নি তাকে। ম্যাশকে নিয়ে ঢাকার ফিজিও এনামুল হক বলেন, 'কোমরের পুরোনো ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তার খেলা না খেলা নির্ভর করছে ব্যথা মুক্ত হওয়ার ওপর, ফিট থাকার ওপর। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ব্যথামুক্ত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।'

তিনি আরও বলেন, 'আসলে নো বল বোঝার জন্য লং রানআপে বোলিংয়ের চেষ্টা করেছিলেন মাশরাফি। কিন্তু ব্যথা থাকায় শেষ পর্যন্ত আর পারেননি।'

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :