টিকা ছাড়া ফ্রেঞ্চ ওপেনেও খেলা হবে না জোকোভিচের

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ১৭:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের টিকা না নেওয়ার কারণে বছরের প্রথম মেজর টেনস টুর্নামেন্টে অংশ নিতে পারেনি বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার মতো ফ্রান্সে খেলতে আসতে গেলেও নিতে হবে টিকা-সম্প্রতি এ সংক্রান্ত নতুন আইন পাস করা হয়েছে। বিষয়টি দেশটির ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ভ্যাক্সিন না নেয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে গিয়েও শেষ পর্যন্ত না খেলেই দেশে ফিরে আসতে হয়েছে জোকোভিচকে। বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়ালেও রায় বিপক্ষে যাওয়ায় জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করা হয়।

নতুন আইনে ৩৪ বছর বয়সী সার্বিয়ান তারকার অস্ট্রেলিয়ান ওপেনের পর এখন ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়লো। ফ্রান্সে খেলা না হলে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য জকোভিচকে ২০২২  সালে শুধুমাত্র উইম্বলডনের দিকে তাকিয়ে থাকতে হবে। কারন ইউএস ওপেনে ইতোমধ্যেই ভ্যাক্সিনেশন বাধ্যতামূলক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এমএম)