তরুণদের মাদকাসক্তি থেকে ফেরাতে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে: আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২২:২০ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২২, ২১:৪৭

সাবেক শিল্পমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্ম যুব সমাজ তরুণ সমাজকে বিপথ থেকে উদ্ধার করতে পারি। আজকে আমাদের যুব সমাজ যেভাবে বিপথে ধাবিত হচ্ছে তাদের ফিরিয়ে আনতে সুস্থ বিনোদন তথা খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে যাওয়া ফরচুন বরিশাল দলের জার্সি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাদকাসক্ত থেকে তরুণদের ফিরে আনার প্রতি গুরুত্বারোপ করে সাবেক মন্ত্রী বলেন, ‘আমি মনে করি এটা আমাদের দেশ নিয়ে একটি ষড়যন্ত্র। যে দেশ থেকে রোহিঙ্গারা এসেছে সেই দেশ থেকেই মাদক আসছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় দেশকে মেধাশূন্য করতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল সেইভাবে মাদকের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, ‘আজকে বরিশাল দলকে আমি স্বাগত জানাই। কিন্তু বিশেষ করে বরিশালবাসীকে বলতে চাই, আমাদের একটি ঐতিহ্য ছিল ফুটবলে। তৎকালীন পাকিস্তান জাতীয়দলে বরিশালের চারজন খেলোয়ার ছিলেন। তখন ফুটবল ছিল জনপ্রিয় খেলা। সেই ঐহিত্য ফিরিয়ে আনতে বরিশালের খেলোয়াররা জাতীয় ক্রিকেট দলে বেশি করে জায়গা করে নেবেন, এটা আশা করি।‘

বিশেষ অতিথি মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মায়ের স্থানে দাঁড়িয়ে, সন্তানকে যেভাবে লালন করে সেভাবে ক্রীড়াঙ্গনকে লালন করছেন। করোনা মহামারির মধ্যেও দেশের উন্নয়নকে অব্যাহত রাখা, অর্থনীতির গতিকে সচল রাখা এবং একটি মানুষও যেন না খেয়ে থাকেন সেই বিষয়টি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।’

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। একটি করোনা ভাইরাস। আরেকটি হচ্ছে সমাজ ব্যবস্থায় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চায়। কীভাবে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে। কীভাবে বিত্তবৈভব গড়ে উঠবে। সেই জায়গা থেকে ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান যেভাবে এগিয়ে এসেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। তার সাফল্য কামনা করি।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন আর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। ২০২৫ সালের মধ্যে দেশ পৃথিবীর ২৫তম অর্থনৈতিক সৃমদ্ধির দেশে পরিণত হবে, এটি ব্রিটিশ একটি জার্নালের ভবিষ্যদ্বাণী।’

ক্রিকেট খেলার উন্নয়নে এগিয়ে আসায় ফরচুন স্পোর্টস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে জাহিদ ফারুক বলেন, ‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। রাষ্ট্রের জন্য সুস্থ-সবল যুবকদের দরকার। তাদের সুস্থ রাখতে খেলাধুলা দরকার। ব্যবসায়ী মিজানুর রহমান ব্যবসার পাশাপাশি এ বিষয়টি নিয়ে কাজ করছেন। তাকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানের এক পর্যায়ে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, মহিবুর রহমান, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আবু হোসেন বাবলা ল্যাপটপের বাটন চেপে ফরচুন বরিশালের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ক্রীড়াখাতের পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়াখাত এগিয়ে যাচ্ছে। ফরচুন স্পোর্টস লিমিটেড ভবিষ্যতে ক্রীড়াখাতে আরও নতুন কিছু উপহার দেবে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে।’

হিরু বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশের ক্রীড়াখাতকে এগিয়ে নিতে চাই। ‘

স্বাগত বক্তব্য দেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। রিজার্ভ বেড়েছে অভাবনীয় হারে। করোনা মহামারির মধ্যেও জিডিপি অর্জন উন্নয়নশীল অনেক দেশের চেয়ে ভালো ‘

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এমএম/এইচএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :