আবারও বরিশালকে ট্রফি এনে দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হওয়ার দিন সাকিব বলেছিলেন ট্রফি নিয়েই বরিশালে যেতে চান তিনি। জার্সি উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার আবারও একই কথা জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এ বিষয়ে সাকিব বলেন, ‘আজকে ফরচুন বরিশালের জার্সি উন্মোচন হলো। আমরা সবাই খুব খুশি। এখানে আমাদের দলের সব সদস্যরাই আছেন। সবাই খুব ফিট আছেন। আশা করি আমরা বরিশালবাসীকে এবারের ট্রফিটা দিতে পারব।’
মঙ্গলবার বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে যাওয়া ফরচুন বরিশাল দলের জার্সি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিল্পমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ উপস্থিত অতিথিরা ফরচুন বরিশালের জার্সি উন্মোচন করেন। এ সময় সাকিব আল হাসানের হাতে তিনি দলটির ফ্ল্যাগও তুলে দেন।
পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাকিব আল হাসান এবং দলটির কোচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।
ফরচুন বরিশালের টিম কম্বিনেশন নিয়ে সাকিব আল হাসন বলেন, ‘আমাদের দলের কম্বিনেশন অনেকক ভালো। এখন আমরা আমাদের কোনো সমস্যা দেখছি না। খেলা শুরু হলে সমস্যাগুলো খুঁজে বের করব। তখন সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করব ‘
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের এবারের আসরে ডিআরএস নেই। এই প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার সাকিব বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) অনেক চেষ্টা করেছে। কিন্তু ডিআরএস আনা সম্ভব হয়নি। থাকলে অনেক ভালো হতো। যেহেতু সম্ভব হয়নি, তাই এভাবে মানিয়ে নিয়ে খেলা চালিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, জানুয়ারির ২১ তারিখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ফরচুন বরিশাল। এদিন তাদের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম/এইচএফ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরার বড় হার

ইতালি নয়, আর্জেন্টিনার হয়ে খেলবেন সেনেসি

ঢাকায় আসছেন আইসিসি প্রধান

হজে যাবেন মুশফিক, খেলবেন না উইন্ডিজ সিরিজে

চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে ইপিএল জেতা কঠিন: গার্দিওলা

লিগে মৌসুমের শেষ ম্যাচে জয়হীন রিয়াল

প্লে-অফে রাজস্থান

এশিয়া কাপ: শ্রীলঙ্কায় না হলে আয়োজক হবে বাংলাদেশ

পাকিস্তানকে ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড
