মার্কিন নিষেধাজ্ঞায় হিজবুল্লাহর ৩ ব্যক্তি, ১ প্রতিষ্ঠান

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২২, ১১:৪০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, লেবাননের হিজবুল্লাহর প্রতি অর্থসাহায্য প্রদানকারী তিন ব্যক্তি এবং তাদের ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর পার্স টুডের।

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া তিন ব্যক্তি হলেন- জিহাদ সালিম আল্লামা, আলী মুহাম্মাদ দাউন এবং আদেল আলী জিয়াব। এই তিন ব্যক্তিই লেবাননের নাগরিক। এছাড়া নিষেধাজ্ঞার শিকার ট্রাভেল এজেন্সির নাম দারুস সালাম ট্যুরিজম এন্ড ট্রাভেল এজেন্সি।

মার্কিন সহকারী অর্থমন্ত্রী ব্রায়ান নিলসন দাবি করেছেন, হিজবুল্লাহকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে হিজবুল্লাহকে অর্থ সযোগিতা দেয়ার অভিযোগে লেবানন ও কুয়েতে যৌথভাবে পরিচালিত একটি টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা।

লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশ দু’টির ওপর নিপীড়নমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে আমেরিকা। এর ফলে ওই দুই দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। তবে এসব করেও সিরিয়া বা লেবাননের ওপর নিজের রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। লেবাননে হিজবুল্লাহর উপস্থিতির কারণে দেশটিকে অর্থনৈতিকভাব অবরোধ করে ফেলার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজেড)