ছিনতাইয়ের ঘটনায় রাবি প্রক্টরের পদত্যাগ দাবি

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাই বন্ধসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় বারবার ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরকে ব্যর্থ বলে তার পদত্যাগ দাবি করেন তারা।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধনে এ দাবি জানায় শিক্ষার্থীরা।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার সম্পূর্ণ দায়-ভার এই প্রক্টরিয়াল টিমের। শিক্ষার্থীরা যখন প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে কোন ছিনতায়ের অভিযোগ দিচ্ছে এবং সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে, তখন প্রক্টর শিক্ষার্থীদের থানায় জিডি করার কথা বলছে। থানায় যদি আমাদেরকে যেতে হয় তাহলে প্রক্টরিয়াল টিমের কাজ কি? প্রক্টরিয়াল টিম কী ছিনতাইকারীদের নিরাপত্তার জন্য কাজ করছে! শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছে না!

মজিদ অন্তর আরও বলেন, আমরা ভিসি কে বলতে চাই, এমন অযোগ্য প্রক্টরিয়াল প্রতিনিয়ত দায়িত্বহীন কাজ করছে, এর দায়ভার আপনাকে নিতে হবে। আমরা আজ স্পষ্টভাবে বলতে চাই, এই অযোগ্য প্রক্টরিয়াল টিমকে অপসারণ করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‘রাবির ৭৫৩ একর, ছিনতাইকারীদের আঁতুড়ঘর’, ‘শিক্ষার্থীদের গলায় ছুরি, ক্যাম্পাসে পুলিশ ভুরি ভুরি’ ‘বহিরাগতদের উৎপাত ছিনতাইকারীদের লুটপাট’ ‘কোথায় প্রশাসন, কোথায় তোমার কর্ণপাত?’ ‘রাবি কি ছিনতাইয়ের কারখানা?’ ‘সিসি টিভি ক্যামেরা চিবিয়ে খাও’ মানববন্ধনে এমন সব প্লেকার্ড হাতে শিক্ষার্থীদের দেখা যায়।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক সাধরণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :