জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালকের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:০৮
ফাইল ছবি

জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালের পরিচালকের মেয়াদ দুই বছর বেড়েছে।

বুধবার এ সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক মীর জামাল উদ্দিনকে তার অবসর উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামীকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক কাম কার্ডিওলজি বিভাগের অধ্যাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয় ওই প্রজ্ঞাপনে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :