জুটিতে সাবিনা-রিতুর বিশ্বরেকর্ড, বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:১৩ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:০৮

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে কেনিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে সপ্তম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার সাবিনা খাতুন এবং রিতু মনি। একই দিনে ক্যারিয়ার সেরা বোলিং করেন নাহিদা আকতার। বাংলাদেশ জয় পেয়েছে ৮০ রানের বিশাল ব্যবধানে। আগের ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছিল টাইগ্রেসরা।

ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ১৪ বলে ২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। এরমধ্যে মাত্র ৪ রান অবদান রেখে আউট হন শামিমা। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ১৮ রানের জুটি গড়েন মুর্শিদা।

নিগারের আউটে দলীয় ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫০ রানের মধ্যে আরও ৪ উকেটের পতন ঘটে তাদের। এতে ৯ ওভার শেষে ৬ উইকেটে ৫০ রানে পরিণত হয় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরে ২০ ওভার পর্যন্ত খেলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সালমা ও রিতু।

আন্তর্জাতিক অঙ্গনে সপ্তম উইকেটে বিশ্বরেকর্ড জুটি গড়েন সালমা ও রিতু। আগেরটি ২০১৯ সালের জুনে উগান্ডার বিপক্ষে সপ্তম উইকেটে ৭২ রানের জুটি গড়েছিলেন তানজানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদি।

সালমা-রিতুর জুটির বিশ্ব রেকর্ডের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৩২ বলে ৩টি চারে অপরাজিত ৩৩ রান করেন সালমা। আর ৩৪ বলে ৩টি চারে অপরাজিত ৩৯ রান করেন রিতু। এছাড়া মুর্শিদা ২৬ রান করেন।

১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে এক নাহিদা আক্তারের ঘূর্ণিতে ৪৫ রানেই গুটিয়ে যায় কেনিয়া। মাত্র ১২ রান দিয়ে ৫টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এটি আবার নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড।

এর আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে ইউট্রেখটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :