তামিম-সাকিবদের বোলিং কোচ হতে চান টেইট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:১৮

ওটিস গিবসনের দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচের জায়গায় এখনও জায়গা নিয়োগ দেওয়া হয়নি। সেই খালি জায়গায় নিজেকে রাখতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেইট। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন টেইট।

একদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরের। বিপিএলের এবারের আসরে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করতে এখন ঢাকায় অবস্থান করছেন শন টেইট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জানিয়ে রাখলেন নিজের আগ্রহের ব্যাপারে, ‘অবশ্যই আমি বাংলাদেশের কোচ হতে আগ্রহী। তাদের হাতে অবশ্য সময় আছে, কাকে বেছে নেবে। তবে এটা অবশ্যই আমার জন্য দারুণ হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে টেইটের। তাকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম কিংস। ওই মৌসুমেই বাংলাদেশ পেস অ্যাটাকে যুক্ত হন তাসকিন আহমেদ, যিনি বর্তমানে নির্ভরতার প্রতীক। টেইটের দলে আছেন মৃত্যুঞ্জয়, শরিফুল, মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাজার মতো তরুণ পেসাররা।

এবারের চট্টগ্রাম দলের তরুণ পেসারদের নিয়ে টেইট বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে, যারা ভবিষ্যতে দুর্দান্ত ক্রিকেটার হয়ে উঠতে পারে। আমাদের দলে তাদের বেশ কজন আছে। শরিফুল যেমন, আগ্রাসী বাঁহাতি বোলার। আমাদের দলেরও গুরুত্বপূর্ণ অংশ হবে সে। নিজেকে তুলে ধরার মতো যথেষ্ট ক্রিকেট সে খেলে ফেলেছে এর মধ্যেই। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আমি।’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :