ডিসিদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৪২

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের প্রকোপ বেড়ে চলায় জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিবেশনে ডিসিদের এই নির্দেশনা দেওয়া হয়।

অধিবেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম বলেন, ‘ওমিক্রন খুব বেশি ছড়াচ্ছে। করোনা মহামারির মধ্যে ডিসিরা আগে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগের মতো এখনো সর্বোচ্চ সতর্ক থেকে, স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে যাতে সব কার্যক্রম পরিচালিত হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিসিদের বলা হয়েছে।’

এসময় জনপ্রশাসন সচিব জানান, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য হাসপাতাল করতে তিনটি বিভাগ থেকে প্রস্তাব এসেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এসব হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠন করা আছে জানিয়ে আলী আজম বলেন, ‘কোনো বিভাগের কেন্দ্রীয় পর্যায়ের নিয়োগ ছাড়া আঞ্চলিক পর্যায়ে তৃতীয় শ্রেণির নিয়োগ বিভাগীয় সিলেকশন বোর্ড করবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রশাসনের কর্মকর্তারাও জাতিসংঘের শান্তি মিশনে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘এটি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে এবং সেখানে ইউএনের তরফ থেকে চাহিদার ওপর ভিত্তি করে।...আমাদের দেশের প্রেক্ষাপটে এই সুবিধা পেতে ইউএন-এ আমাদের স্থায়ী প্রতিনিধি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

র‌্যাবের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিলেন কমান্ডার আরাফাত ইসলাম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাঁচ দিনে হিট স্ট্রোকে প্রাণ গেল ২৫ জনের

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি নেই: যুক্তরাষ্ট্র

ট্রেনভাড়া বাড়ছে না, ভর্তুকি প্রত্যাহার হচ্ছে: রেলমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ: মন্ত্রণালয়কে একগুচ্ছ সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

চলমান তাপপ্রবাহ: সারাদেশে গাছ লাগানোর নির্দেশনা

উপজেলায় ভোটের আগেই ৭ চেয়ারম্যান ও ৯ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিআইআইএসএসে ‘লেবার মাইগ্রেন্টস ফরম সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :