জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের ২৯৬, জয়ের লক্ষ্যে লড়ছে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

পার্লে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে টেম্বা বাভুমা এবং ভ্যান ডার ডুসেনের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লোকেশ রাহুলদের সংগ্রহ ১ উইকেটে ১০০ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রতমে ব্যাট করা সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ব্যক্তিগত ৬ রানেই সাজঘরে ফেরেন জানেমান মালান। এরপর ২৭ রানে ডি কক এবং ৪ রানে আউট হন এইডেন মারক্রাম।

৬৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল স্বাগতিকরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন বাভুমা এবং ডুসেন। এ সময় ভারতীয় বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন এই দুই প্রোটিয়া ব্যাটার। দুজন মিলে তুলেন ২০৪ রানের জুটি।

আর দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে ডুসেন শেষ পর্যন্ত খেলে গেলেন সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বাভুমা। আউট হন ব্যক্তিগত ১১০ রানে। ১৪৩ বলে খেলা ইনিংসটি ৮টি চারে সাজানো। এদিকে ১২৯ রান করে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। ৯৬ বলে খেলা এই শৈল্পিক ইনিংসটি ৪টি ছয় এবং ৯টি চারে সাজানো। আর ডেভিড মালান অপরাজিত থাকেন ব্যক্তিগত ২ রানে।

ভারতের পক্ষে সবোচ্চ দুটি উইকেট নেন জাস্প্রিত বুমরাহ। এছাড়া একটি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :