গুইমারায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:৫৭ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ২০:২২

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন মানিকছড়ি উপজেলার বিশিষ্ট চাল ব্যবসায়ী জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছোট ছেলে অর্নব মজুমদার রাজদ্বীপ (১১)। আহতরা হলেন, মানিকছড়ি উপজেলার মহামুনি গোদারপাড় এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান লাভলু (২০) ও গাড়ির হেলপার আব্দুল মালেকের ছেলে মো. রাশেদ (১৯)।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের গুইমার উপজেলার বুদংপাড়ার রবি টাওয়ার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রদক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক গুইমারা উপজেলার বুদংপাড়ার রবি টাওয়ার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা চারজনই আটকা পড়েন।

পরে স্থানীয়রা এসে গাড়ির হেলপারকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে পাঠালে অন্য তিনজনকে পুলিশের ক্যারিংগাড়ির সাহায্যে তাদের উদ্ধার করা হয়। পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, বর্তমানে আহত ড্রাইভার এবং হেলপার মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-ছেলের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :