কত খরচ হলো এফডিসির দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে? মুসল্লিই বা কতজন ধরবে?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২০:২৩ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৪:৪১

ঢাকাই চলচ্চিত্রের আতুড়ঘর বলা হয় এফডিসিকে। সেখানেই নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এক মসজিদ। এফডিসির ঝর্ণা স্পটের যেখানে আগের মসজিটটি ছিল, সেখানেই নির্মিত হয়েছে দুইতলা নতুন মসজিদটি। এর ওপরের অংশের দুই পাশে নির্মিত হয়েছে সুউচ্চ দুটি মিনার। মাঝখানে গম্বুজের কারুকার্য। যা মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

অভিনেতা সনি রহমানের উদ্যোগে মসজিদটির সমস্ত ব্যয় বহন করেছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা। নরসিংদীর এই ধনকুবের এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন। এবার তিনি মসজিদ বানালেন এফডিসিতে।

বৃহস্পতিবার এফডিসিতে উপস্থিত হয়ে নবনির্মিত এই মসজিদে জোহরের নামাজ আদায় করে সেটির শুভ উদ্বোধন করেন আবদুল কাদির মোল্লা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মসজিদটি নির্মাণের উদ্যোক্তা অভিনেতা সনি রহমান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রযোজক ও পরিচালক সমিতির নেতারা এবং কয়েকজন অভিনয়শিল্পী।

কিন্তু কত টাকা খরচ হল এফডিসির এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণে? একসঙ্গে কতজন মুসল্লিই বা নামাজ আদায় করতে পারবেন এখানে?

এ প্রসঙ্গে সনি রহমান বলেন, ‘মসজিদ নির্মাণের শুরুর অনেক গল্প আছে। কিন্তু সব গল্প পেছনে ফেলে মসজিদটি এখন এফডিসিতে মাথা উচু করে দাঁড়িয়েছে। এটা যার জন্য সম্ভব হয়েছে সেই থার্মেক্স গ্রুপের এমডি আবদুল কাদির মোল্লা আঙ্কেলের কাছে আমরা কৃতজ্ঞ। মসজিদ নির্মাণের ব্যয় এখনো পূর্ণাঙ্গ হিসাব হয়নি। তবে এটি নির্মাণে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে।’

তিনি আরও জানান, ২০১৮ সালের ১২ ডিসেম্বরে এফডিসির এই মসজিদটি নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। তখন প্রাথমিক ব্যয় ধরা হয় ২ কোটি ৯ লাখ টাকা। পরে সৌন্দর্য বর্ধণের নানা নকশা, লাশঘর ও গোসলখানা নির্মাণের ফলে ব্যয় অনেক বেড়ে যায়। দু’তলাবিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবেন বলেও জানান সনি।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :