স্কি করতে গিয়ে প্রাণ হারালেন এই ফরাসি অভিনেতা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২২, ১৫:২২

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি স্কি করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ফরাসি অভিনেতা গ্যাস্পার্ড উলিয়েল। মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু ফেরানো যায়নি তার প্রাণ পাখিকে। সে পাখি উড়াল দিয়েছে না ফেরার দেশে।

‘মুন নাইট’, ‘হ্যানিবাল রাইজিং’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন গ্যাস্পার্ড। তিনি চলে গেলেন মাত্র ৩৭ বছর বয়সে। তরুণ এই অভিনেতার আচমকা মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। গ্যাস্পার্ডের জন্য শোক প্রকাশ করেছেন তার অনুরাগীরাও।

হলিউডের সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে গ্যাস্পার্ডের। তিনিও তখন স্কি করছিলেন। ওই ব্যক্তির সঙ্গে ধাক্কায় মাথায় মারাত্নক চোট লাগে অভিনেতার। তড়িঘড়ি হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাস্পার্ডকে।

কিন্তু শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনার পর গ্যাম্পার্ডকে যে হাসপাতালে ভর্তি করা হয়, বুধবার সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে তার মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ