বোয়ালমারীতে জাটকা জব্দ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৭:০২

ফরিদপুরের বোয়ালমারীতে ১১০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ উপজেলার সাতটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজারে নিয়মতি বাজার তদারকির সময় নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ বিক্রি হতে দেখেন। এ সময় তিনি বাজারে বিক্রয় নিষিদ্ধ ১১০ কেজি জাটকা মাছ বিক্রেতাদের কাছে থেকে জব্দ করেন। পরে এসব মাছ ছোলনা সালামিয়া ফালিজ মাদ্রাসা ও এতিমখান, সোতাশী মার্কাজ মাদ্রাসা, মধ্যেরগাতি মাদ্রাসা ও এতিমখানাসহ সাতটি এতিমখানায় বিতরণ করেন।

এর আগেও বুধবার বোয়ালমারী পৌরবাজার থেকে বিপুল সংখ্যক জাটকা মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জাটকা মাছ ধরা এবং বিক্রয় নিষিদ্ধ। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :