নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২২, ২২:৫৭

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারী শহরে সড়ক পাটবোঝাই ট্রাকের নিচে পৃষ্ট হয়ে নুরনাহার (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। উপস্থিত জনগণ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

নিহত নুরনাহার জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ও দুই সন্তানের জনক। 

নিহতের দেবর ফরিদ আহমেদ জানান, আমার ভাবি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ১ সপ্তাহ আগে ছুটি নিয়ে বাসায় আসে আবার কর্মস্থলে যোগদান করার জন্য রাত সোয়া ৮টার দিকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ বাসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন মোটরসাইকেলযোগে। এসময় ঘটনাস্থলে পৌঁছালে ডোমার থেকে আসা পাটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) ভুল পথ ধরে অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে আমার ভাবি ছিটকে পড়ে ট্রাকের নিচে এসে পৃষ্ট হয়ে মারা যান। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, ট্রাকটি আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)