চিঠিতে আমরা বিচলিত নই: র‌্যাব এডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ২৩:৫৫

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র‌্যাবকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে ১২টি সংস্থার জাতিসংঘে দেওয়া চিঠিতে বিচলিত নন বলে জানিয়েছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপরারেশনস) কর্নেল কে এম আজাদ। তিনি বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার রাতে ঢাকা টাইমসকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় র‌্যাব এডিজি এই কথা বলেন।

এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘকে চিঠি দেয়। হিউম্যান রাইটস ওয়াচসহ ১২টি মানবাধিকার সংস্থা ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রয়িক্সকে এই চিঠি দেয়। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠির কথা প্রকাশ করা হয়।

কর্নেল কে এম আজাদ বলেন, 'চিঠি দেওয়ার ঘটনায় আমরা বিচলিত নই। আমাদের ওপরে অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করেছি। এখনো করছি, ভবিষ্যতেও করব। এসব বিষয়ে যারা দায়িত্বশীল আছেন প্রয়োজন অনুযায়ী তারা যথাযথ ব্যবস্থা নেবেন।'

চিঠি দিয়েছে যারা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র‌্যাবের বিরুদ্ধে জাতিসংঘকে চিঠি দেওয়া ১২টি আন্তর্জাতিক সংস্থা হলো- হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলানটারি ডিজঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, দ্য অ্যাডভোকেটস ফর হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত বছরের ৮ নভেম্বর ১২টি মানবাধিকার সংস্থা স্বাক্ষরিত এই চিঠিটি গোপনে জাতিসংঘে পাঠানো হয়। তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি।

এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :