গায়ক-রাজনীতিক বাবুল ফের নায়কের ভূমিকায়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১০:১৭

দীর্ঘদিন পর নায়কের ভূমিকায় জনপ্রিয় গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয়। তবে এবার তাকে দেখা যাবে ছোটপর্দায়। টেলিভিশন চ্যানেল স্টার জলসার জন্য নতুন একটি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন তৃণমূলের বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী। সেখানেই বয়স্ক নায়কের ভূমিকায় দেখা যাবে বাবুলকে।

তবে ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে কে থাকবেন, তা এখনও ঠিক হয়নি। এই ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্য লেখার জন্য নাকি মুম্বাই থেকে উড়িয়ে আনা হচ্ছে জনপ্রিয় এক লেখক-চিত্রনাট্যকারকে।

রাজের এই ধারাবাহিকের পটভূমিকায় অসমবয়সী প্রেম। সেখানে বাবুল নায়ক হলে বিপরীতে দেখা যাবে কাকে? ইতোমধ্যে লুক টেস্ট দিয়েছেন ধারাবাহিক ‘সাঁঝের বাতি’র ‘চারু’ ওরফে দেবচন্দ্রিমা সিং রায়ও। সব ঠিক থাকলে তাকেই দেখা যাবে নায়িকার চরিত্রে। তবে বিষয়টি নিয়ে তিনিও মুখ খুলতে নারাজ।

এর আগে বড় পর্দায় নায়ক হয়েছিলেন গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়। ছবির নাম ছিল ‘চাঁদের বাড়ি’। তরুণ মজুমদার পরিচালিত সে ছবিতে বাবুলের নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক ১৪ বছর পর রাজ চক্রবর্তীর মাধ্যমে আবারও নায়কের ভূমিকায় ফিরছেন বাবুল।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :