তাড়াশে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩:৩৪ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৩:১৪

সিরাজগঞ্জের তাড়াশে শীতের সাথে সাথে পাল্লা দিয়ে শিশুসহ বয়স্করা ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকালে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগে বয়স্ক ও নিমোনিয়া রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তাড়াশ উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায়, শীত বাড়ার ফলে গত তিন সপ্তাহ যাবত হাসপাতালের বহি:বিভাগসহ প্রায় ৫০০ শিশু ও বয়স্ক রোগীরা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৩০০ ডায়রিয়া ও ৭০ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দেড় শতাধিক শিশু ও বয়স্ক রোগী।

তাড়াশ উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. মনোয়ার হোসেন জানান, সাধারণত ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কারণ নেই। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে ডায়রিয়া ও নিউমোনিয়ায় রোগী বেড়েছে। এ ছাড়া শীত মৌসুমে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :