‘এভাবে সংক্রমণ বাড়লে কোনো হাসপাতালে বেড পাওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪:৫১ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৪:১৫

সার্স-কোভ-২ বা কোভিড-১৯ এর সংক্রমণ যে হারে বাড়ছে, তা অব্যাহত থাকলে রাজধানীর কোনো হাসপাতালে বেড পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বর্তমানে বেড সংখ্যার এক তৃতীয়াংশ পূর্ণ হয়ে গেছে।

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

গত দেড় মাস ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ। অতি সংক্রামক ধরন ওমিক্রনও ইতিমধ্যে দেশে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের বেশির ভাগ ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শনাক্তের হারও ২৫ এর ওপরে। এ অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের বেড এক তৃতীয়াংশ ভরে গেছে। এটাও আশঙ্কাজনক। এভাবে বাড়লে ঢাকা শহরের কোনো হাসপাতালেই আর বেড পাওয়া যাবে না। হাসপাতালে যে অবস্থা চলছে সেটা আশঙ্কাজনক। আগে থেকেই সর্তক হতে হবে। ঢাকা শহরের সিটি করপোরেশনের ভেতরেই এক হাজার মানুষ ভর্তি হয়েছে।’

সংক্রমণের হার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আশঙ্কাজনকহারে রোগী ভর্তি হচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনও কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আমরা এখনও সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।’

কোভিডের উর্ধ্বগতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে যার অংশ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ যে কোনও অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন তাদের অবশ্যই টিকার সনদ থাকতে হবে, নতুন ২৪ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টে নেগেটিভ সনদ থাকতে হবে। গণপরিবহনেও একই ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :