অর্ধেক লোকবলে চলবে অফিস, শিগগিরই প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২২, ১৪:৫০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২, ১৫:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এটি নিয়ন্ত্রণ নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শিগগিরই প্রজ্ঞাপন আকারে এই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। সংক্রমণ নিয়ন্ত্রণেই ১১ দফা বিধিনিষেধ। সবাইকেই এগুলো মেনে চলতে হবে। আমরা আগেও বিধিনিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সেজন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশে ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে।

তিনি বলেন, ‘নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। আমরা চাইব, তারা যেন আরও নজরদারি বাড়ান। জনগণের দায়িত্ব আরও বেশি। নিজেদের সুরক্ষায় বিধিনিষেধ নিজেদেরই পালন করতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়।

এদিকে এর আগে গত বছর ২৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক নির্দেশনায় জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস, শিল্প কারখানা ৫০ ভাগ জনবল দিয়ে পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পরে ৪ এপ্রিল থেকে সরকারি সব দপ্তরে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু হয়।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেআর/ইএস)