শিক্ষামন্ত্রীর ডাকে ঢাকায় আসছে শাবির আন্দোলনকারীদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৭:৩৫ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৭:১৭
ফাইল ছবি

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বানে আলোচনার জন্য ঢাকায় আসছে। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা করবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আফরিন বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় আগ্রহী। সন্ধ্যার আগেই আমাদের পাঁচজন ঢাকায় শিক্ষামন্ত্রীর কাছে যাবেন। আশা করছি, মন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় গেলেও অনশন যথারীতি চলবে।’

এদিকে শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফোনে লাউড স্পিকারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা ভালো থাকবে। তাদের যেন কোনো কষ্ট না হয়। ক্যাম্পাসও ঠিক থাকবে। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের ব্যাপার আছে। আমরা তাতে দ্রুত হস্তক্ষেপ করতে চাই না। তবে শিক্ষার্থীরা কষ্ট পাবে, এটাও চাই না। সব সমস্যার সমাধান আছে। এটারও নিশ্চয় আছে। আলোচনার মাধ্যমে সেই সমাধান খুঁজে বের করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ৪-৫ জন যদি আসেন, শিক্ষক সমিতির নেতারাও যদি আসেন, তবে আমরা আলাপ করে একটা সমাধানে পৌঁছাতে পারব। আপনারা নিজেদের মধ্যে কথা বলে আসবেন। পরে নিজেদের মধ্যে যেন ঝামেলা না হয়।’

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ১২ জানুয়ারি দুপুর থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। তাদের মধ্যে নয়জন ছাত্রী ও ১৫ জন ছাত্র। ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা অনশন অব্যাহত রেখেছেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :