১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খুলনা টাইগারসের বিপক্ষে ব্যাট করতে নেমে তামিমের ফিফটি এবং শেহজাদ-মাহমুদউল্লাহদের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। ফলে জিততে হলে মুশফিকুর রহিমদের করতে হবে ১৮৪ রান।
ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ শেহজাদ। ওপেনিং জুটিতে তোলেন ৮.১ ওভারে ৬৯ রান। শেহজাদ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে।
পাটর্নার আউট হলেও আপন তালেই খেলে যেতে থাকেন তামিম। সেই সুবাদে তুলে নেন এবারের আসরের প্রথম অর্ধশতক। অবশ্য অর্ধশতকে পা দেওয়ার পর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫০ রানেই কামরুল হাসান রাব্বির বলে ক্যাচ তুলে দেন নাভিন উল হকের হাতে। ৪২ বলে খেলা ইনিংসটি ৭টি চারে সাজানো।
পরে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ২০ বল খেলে ৩৯ রান করেন ঢাকার অধিনায়ক। এছাড়া ৯ রানে নাঈম শেখ, ৭ রানে আন্দ্রে রাসেল এবং ১২ রানে আউট হন জহুরুল ইসলাম অমি। আর ৯ রানে শুভাগত হোম ও ৬ রানে অপরাজিত থাকেন ইসুরু উদানা।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

এক সেঞ্চুরি, তিন ফিফটিতে তৃতীয় দিন বাংলাদেশের

লিটন-মুশফিকের ফিফটিতে তিনশ পেরোলো বাংলাদেশ

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

বিদায়ী ম্যাচে অঝোরে কাঁদলেন দিবালা

রিটায়ার্ড হার্ট তামিম

দ্বিতীয় সেশনে তিন উইকেট নেই বাংলাদেশের

দুইশ পেরোলো বাংলাদেশ

বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব রাজিথা

সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম
