সপ্তাহজুড়ে ১০ কোম্পানির দখলে লেনদেনের বড় অংশ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ১৩:৩৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে (১৬-২০ জানুয়ারি) মোট লেনদেন হয়েছে আট হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে লেনদেনের একটা বড় অংশ দখল করেছে ১০ কোম্পানি, যার পরিমাণ ছিল মোট লেনদেনের ৩৬.০৬ শতাংশ।

শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানি হলো-

বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, জিপিএই ইস্পাত, পাওয়ার গ্রিড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, ফারইস্ট ইসলামি ইন্সুরেন্স এবং ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মোট দুই হাজার ৯৭২ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির চার কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯৬ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৪৫ শতাংশ।

বাংলাদেশ শিপিং করপোরেশন: তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির দুই কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৭ কোটি ৬৫ লাখ পাঁচ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭০ শতাংশ।

ফরচুন সুজ: তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির দুই কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৯ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৯ শতাংশ।

সাইফ পাওয়ারটেক: গেল সপ্তাহের লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটির ছয় কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৪৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৬ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৪ শতাংশ।

জিপিএই ইস্পাত: লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে জিপিএই ইস্পাত। কোম্পানিটির তিন কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ৭১ লাখ ৯১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮০ শতাংশ।

পাওয়ার গ্রিড: পাওয়ার গ্রিড লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির দুই কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৮ কোটি ছয় লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৫ শতাংশ।

প্যারামাউন্ট টেক্সটাইল: প্যারামাউন্ট টেক্সটাইল লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির এক কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৮ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪১ শতাংশ।

আরএকে সিরামিকস: আরএকে সিরামিকস সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ৪২ লাখ ৮৪ হাজার চারটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৮ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪১ শতাংশ।

ফারইস্ট ইন্সুরেন্স: লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে ফারইস্ট ইন্সুরেন্স। কোম্পনিটির এক কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৭ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৮ শতাংশ।

ওরিয়ন ফার্মা: ওরিয়ন ফার্মার সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৫৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৮ কোটি ২৭ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০৪ শতাংশ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :